বাংলাদেশ এ ২০০৮ এর শেষের দিক থেকে Freelancing এর দিকে মানুষ বেশি পরিমানে ঝুঁকতে থাকে।তার কারন হচ্ছে বেকারত্ব ,স্বাধীন ভাবে ঘরে বসে কাজ করার মানসিকতা,এই সেক্টর এ সঠিক ভাবে মেধার মূল্যায়ন পাওয়া ইত্যাদি।
ওই সময় থেকেই কিছু প্রতিষ্ঠান সহয সরলতার সুযোগ নিয়ে Freelancing শেখানোর নামে প্রতারনা করে আসতেছে।আবার অনেকে কিছু না কিছু শেখাচ্ছে, কিন্তু তারা যে পরিমাণ টাকা নেয় সে অনুযায়ী যথেষ্ট শেখায় না। যেমন আমি ২০০০ টাকা দিয়ে ২০০৮ এর ডিসেম্বর এ ধানমনডির এক প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র getafreelancer(freelancer) এ একাউন্ট করা এবং বিড করা শিখেছিলাম। এখন আমার কথা হল...তাদের প্রতি যারা বিভিন্ন প্রতিষ্ঠান চালাচ্ছেন... আপনারা কি পারেন না ফি টা কমিয়ে ভাল মানের শিক্ষা দিতে,নতুনদের।?? আপনারা যদি একটু কম টাকায় হাতে কলমে শিক্ষা দিতেন তাইলে আমাদের তরুণ রা অনেক এগিয়ে যেত।
আর টিটি এর এক্সপার্ট দের কাছে আমার একটা আবেদন,আপনারা যদি হাতে কলমে মান্থলি ফ্রি ট্রেনিং এর আয়োজন করতেন তাহলে নতুন দের খুবি উপকার হত।
আর যারা প্রতারণা করেন তাদের বলতেছি...আপনাদের বিবেক বলতে কি কিছু নাই? একটু ও মায়া হয় না তাদের প্রতি যারা আপনাদের কাছে যায় অনেক আশা নিয়ে। যারা আপনাদের কাছে যায় তাদের বেশির ভাগি মধ্যবিত্ত ঘরের...ছাত্র অথবা বেকার...তাদের জীবন নিয়ে খেলতে আপনাদের লজ্জা করে না?? ধিক আপনাদের কে।
সব শেষে বলতে চাই,আমাদের নিজেদের কেই সচেতন হতে হবে।এই সব ভুয়া প্রতিষ্ঠান এ না গিয়ে নিয়মিত পড়তে থাকুন techtunes পাশাপাশি warriorforum, forums.digitalpoint এর মত সাইট গুলো পড়তে থাকুন।এই সব ফোরাম সাইট এ ভাল রেট এ কাজও পাওয়া যায় ।এবং অনেক ভাল মন মানসিকতার মানুষ আছে তাদের সহযোগিতা নিন।
0 comments:
Post a Comment