Saturday, January 3, 2015

“প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” পূর্ণাঙ্গ চেইন কোর্স এর বিশেষ( পর্ব-2)


সবাইকে স্বাগতম জানাচ্ছি, “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুনপূর্ণাঙ্গ চেইন কোর্স এর বিশেষ পর্বে এই পর্বে আমরা জানবো, “ SEOনিয়ে আমাদের কিছু miss concept ” তা ক্লিয়ার করা ……।। যা একজন ইমেইল মার্কেটারের জানা খুব জরুরী কারণ, ইমেইল মার্কেটিং হল এসইও এর একটি কার্যকরী অংশ

গত পর্বে যা যা ছিল

গেটরেস্পন্স (Getresponse)কি এর সুবিধা অসুবিধা, গেটরেস্পন্স (Getresponse) এর a to z ব্যবহার এবং গেটরেস্পন্স (Getresponse) এর ভিডিও টিউটোরিয়াল
Email Marketing, Emai collection, MailChimp, Mail Chimp, Email List bussiness, Outsourcing in bd, freelancing Zone bangladesh,



গত পর্বের টিউন দেখুন এখানেঃ http://genesisblogs.com/tutorial-2/9255
গত পর্বের ভিডিও টিউটোরিয়াল দেখুন এখানেঃ http://youtu.be/r_bcacbri9c
১ম বিশেষ পর্বে টিউন লিংক :- http://genesisblogs.com/tutorial-2/7801
২য় বিশেষ পর্বে টিউন লিংক :-http://genesisblogs.com/tutorial-2/8666

এই বিশেষ পর্বে যা যা থাকছে

১। এসইও (SEO) আসলে কি ?
২। এসইও (SEO) আসলে কেন করা হয়
৩।তোঁতা (SEO) পাখি এসইও এক্সপার্টআসলে কি !!!
৪। এসইও(SEO) আসলে কিভাবে করা হয়
৫। একজন এসইও(SEO) এক্সপার্ট এর আয় কেমন হবে
তাহলে শুরু করা যাক আজকের বিশেষ টিউটোরিয়াল “ Miss Concept of SEO ”
১। এসইও আসলে কি ?
এসইও আসলে কি ? কাউকে জিজ্ঞাসা করা হলে, ৮০% মানুষের উত্তর হবে, এসইও মানেসার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বায়ারের দেওয়া কিছু কিওয়ার্ড দিয়ে গুগল অন্যান্য সার্চ ইঞ্জিনে ১ম পেইজে আনা।।
আসলেই কি এসইও মানে তাই……??
ধরুন, আপনি আমাদের দেশিও আম বিক্রির করার জন্য একটা ওয়েবসাইট তৈরি করেছেন সেখানে আপনি বিভিন্ন আমের পরিচিতি, বৈশিষ্ট্য, উপকারিতা ইত্যাদি বর্ণনা করেছেন এবং আপনি যে এখানে আম বিক্রি করেছেন তা জানিয়েছেন
এখান, আপনি আপনার ওয়েবসাইটটি এসইও করার জন্য কাউকে দিলেন বা হায়ার করলেন সে আপনার দেওয়া কিওয়ার্ড ( আম, আমের উপকারিতা, ভাল আম কোথায় পাবেন ইত্যাদি ) দিয়ে ওয়েবসাইটটিকে গুগল অন্যান্য সার্চ ইঞ্জিনে ১ম পেইজে এনে দিল
একজন ছাত্র আমের উপর এসাইনমেন্ট লিখবে তাই সে গুগল অন্যান্য সার্চ ইঞ্জিনেআমলিখে সার্চ করায় আপনার ওয়েবসাইটটি ১ম পেইজে চলে আসলো সে তার তথ্য সংগ্রহ করার জন্য আপনার ওয়েবসাইটে প্রবেশ করল এবং সে তার তথ্য সংগ্রহ করে আপনার ওয়েবসাইট থেকে চলে গেল……

 

এখান আমার কথা হল, আপনার কি এটাই উদ্দেশ্য ছিল, যে কেউ আপনার ওয়েবসাইটে আসবে, ঘুরবে আর চলে যাবে………????
না
আপনার উদ্দেশ্য ছিল আপনার সেল মানে আম বিক্রি হওয়া …… তাই না ?
ঠিক তাই
তারমানে আপনার উদ্দেশ্য শুধু গুগল অন্যান্য সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটটি ১ম পেইজে আনাই নয় আল্টিমেন্ট গোল হল আপনার সেল
আপনার ওয়েবসাইটকে পরিচিত তা থেকে বিক্রি হওয়ার পরিকল্পনাকে বলা যেতে পারে এসইও বা মার্কেটিং প্রসেসের সমষ্টি

এসইও আসলে কেন করা হয়

এসইও আসলে কেন করা হয় তা কিন্তু উপরের কথা থেকেই বুঝা যাচ্ছে তারপরও একটু বুঝিয়ে বলছি ধরে নিলাম, আপনি একজন ওয়েব ডিজাইনার আপনি একটি ইমেইল টেমপ্লেট তৈরি করে তা থিমফরেস্ট ডট নেট বিক্রি করার জন্য আপলোড করে দিলেন তারপর শুরু হল সেখান থেকে দিনে রাতে শুধু সেল আর সেল…………মাথাই নস্ট !!!
আসলেই কি তাই ???
না
থিমফরেস্ট ডট নেট বা এই জাতীয় কিছু মার্কেটপ্লেসে আপনি একটু ঘেঁটে দেখবেন …… যেখানে আপনি এমন অনেক ডিজাইন দেখেবেন যে, অনেক সুন্দর প্রফেশনাল ডিজাইন কিন্তু সেল হইছে থেকে বার আবার, এমন অনেক ডিজাইন দেখেবেন যে, দেখতে অন্যান্য ডিজাইনের তুলনায় নিম্নমানে ডিজাইন কিন্তু, সেল হইছে ৭০ থেকে ৮০ বার !!!
এমন হওয়ার কারণ হল ব্যক্তি শুধু থিমফরেস্ট ডট নেট বিক্রি করার জন্য আপলোডই করে নাই, তা বিক্রি হওয়ার জন্য মার্কেটিংও করছে মানে এসইও আপ্লাই করেছে
তাহলে বুঝতেই পারছেন এসইও কেন করা হয়
৩।তোঁতা পাখি এসইও এক্সপার্টআসলে কি !!!
তোঁতা পাখি এসইও এক্সপার্ট আসলে কি তা বোঝনোর জন্য একটা উদাহারন দেওয়া যাক।।
ধরুন, আপনি জন্মদিনের কেক তৈরি করবেন কিন্তু আপনি কেক বানাতে পারেন না !
তাই আপনি কেক তৈরির রেসিপির বই কিনে আনলেন এবং তা পড়ে আপনি কেক তৈরি করবেন
কেক তৈরির উপকরন -
ময়াদা কাপ,
গুড় দুধ /(হাফ) কাপ,
ডিম টা,
বাটার /(হাফ) কাপ,
বেকিং পাওডার টেবিল চামচ,
এসেন্স মানে তরল ফ্লেভার টেবিল চামচ,
আর পিস্তা বাদাম কিশমিশ যদি মন চায়।।
এখান একটা কেক তৈরির বাটিতে সব উপকরনগুলোকে ভর্তা বানিয়ে ওভেনে নির্দিষ্ট সময় তাপমাত্রায় দিলেই হয়ে যাবে, লাজাবাব কেক !!!
সব উপকরনগুলোকে ভর্তা সময় রেসিপির লেখক দেশি ডিম টা দিয়েছে আর আপনি দিয়েছেন ফার্মের বড় বড় ডিম …… কারণ, রেসিপির লেখক দেশি ডিম না ফার্মের ডিম তা উল্লেখ করেন নি
এতে যে প্রবলেমটা হল, উপকরনগুলোর ভর্তাটা একটু নরম হল তা দিয়ে কেক তৈরি হবে ঠিকই, কিন্তু একটু হলেও স্বাদের পরিমাণটা অনেকটাই কমে যাবে
আপনি শুধু রেসিপির লেখক কথা না মেনে নিজের বুদ্ধি খাটিয়ে যদি একটু বা পরিমাণ মত ময়াদা মিশিয়ে দিতে পারেন তাহলে তৈরি হয়ে যাবে রেসিপির মত লাজাবাব কেক !!!
তারমানে যারা শুধু রেসিপির মেনে কেক বানাবেন তারাই হলতোঁতা পাখি এসইও এক্সপার্ট
অর্থাৎ এতো গুলো বাকলিঙ্ক, এতো গুলো বুকমারকিং, এতো গুলো ডাইরেক্টরি সাবমিশন…………ইত্যাদি ইত্যাদি তোঁতা পাখি !!!
এভাবে কেক তৈরি মত গুগল অন্যান্য সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটটি ১ম পেইজে আসবে ঠিকই কিন্তু আপনার উদ্দেশ্য সফল হয়েছে কতটা তা দেখার বিষয়
যিনি একটু বা পরিমাণ মত ময়াদা মিশিয়ে দেওয়ার মত বুদ্ধিমত্তার প্রকাশ করতে পারবেন তিনিই হবেনপ্রকৃত এসইও এক্সপার্ট

এসইও আসলে কিভাবে করা হয়

এসইও আসলে কিভাবে করবেন তা আপনার উপর নির্ভর করবে মানে আপনার বুদ্ধিমত্তার উপর নির্ভর করবে
একটা উদাহারন দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আজ থেকে কয়েক বছর আগে এয়ারপোর্ট উল্টোদিকে আশিয়ান সিটি বা বসুন্ধরা রিভারভিউ কথাই ধরে নিন শুধু পানি আর পানি।।
তারপরেও তারা কিন্তু তাদের প্ল্যান সেল করে দিনে দিনে এখান তা বাস্তবায়ণ হচ্ছে……।।
আশিয়ান সিটি এর বিজ্ঞাপনের ভিডিওটি দেখুন
পুরো বিজ্ঞাপনে কিন্তু আশিয়ান সিটির চমৎকারভাবে সব বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে……
ডাইরেক্ট মার্কেটিং না করে সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে তাদের কার্যক্রম বুঝিয়ে দেওয়া হল
প্রথমে বিজ্ঞাপনটি এমনভাবে উপস্থাপন করা হল যেন এটা সরিষা তেলের বিজ্ঞাপন……
ঢাকা মানে, ঢাকা মানে নারায়ণগঞ্জ বা জয়দেব নাতার মানে বুঝিয়ে দিল রাজধানীর বুকে হতে পারে আপনার বাড়ি …… মানে আপনার মনে একটা ধাক্কা দিল !!!
মানে ছোটবাচ্চাদের সামনে কোন সুন্দর মিউজিক বাজলে তারা হাত পা নাড়াচাড়া করে বা নাচে বলতে পারেন কারণ, অনেক আনারজেটিক সাউন্ড শুধু বাচ্চাদেরই নয় অনেক সময় বড়দেরও একটা অন্যরকম অনুভুতি তৈরি করে যা, মাথা নাড়িয়ে বা হাত নাড়াতে ইচ্ছা করে ……!
এতো সুন্দর মার্কেটিং এর জন্য বিজ্ঞাপনটি আমার অনেক পছন্দ তাই শেয়ার করলাম
এবার আরেকটা বলি, একটি অনাআবাস জায়গা থেকে নগরের সব সুবিধা যেমন, স্কুল-কলেজ, হাসপাতাল অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে আবাসস্থান তৈরি হবে এর থ্রিডি মডেল দেখিয়ে বলতেছে এখানে এটা হবে, ওটা হবে আসলেও কিন্তু, ঐখানে ওইসব সত্যিকারেই হয়
এই সব কিছুই সম্ভব হয়েছে, ভাল মার্কেটিং পলিসির জন্য কারণ, ভাল মার্কেটিং পলিসি সুন্দরভাবে উপস্থাপিত বিজ্ঞাপনের জন্য আপনি অনুপ্রানিত হয়ে টাকা দিতে রাজি হয়ে যান এবং আপনাদের টাকা নিয়েই পরবর্তীতে ওইসব বাস্তবায়ন করা হয় মার্কেটিং বিজ্ঞাপনের এই প্ল্যানিং এর সমষ্টি কে বলা যেতে পারে এসইও
তারমানে এসইও কিভাবে করতে হবে তা আশিয়ান সিটি এর বিজ্ঞাপনের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন গদবাধা কোন নিয়ম না ভেবে কিভাবে আপনার বা আপনার বায়ারের সেল বাড়বে তা ভেবে প্ল্যান নিন
একটা আর্টিকেল লিখেও আপনার ওয়েবসাইটকে গুগল অন্যান্য সার্চ ইঞ্জিনে ১ম পেইজে আনা
সম্ভব, ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আপনার ওয়েবসাইটকে গুগল অন্যান্য সার্চ ইঞ্জিনে ১ম পেইজে আনা যায়, আবার একটা ইউটিউবে ভিডিও মার্কেটিং করেও গুগল অন্যান্য সার্চ ইঞ্জিনে ১ম পেইজে আনা যায়। কিন্তু আপনার বা আপনার বায়ারের সেল কেমন হবে তা নির্ভর করবে আপনার মার্কেটিং পদ্ধতির উপর
মানে, হতে পারে আপনার মার্কেটিং পদ্ধতি ইমেইল মার্কেটিং, হতে পারে সোসিয়াল মিডিয়া মার্কেটিং, হতে পারে ভিডিও মার্কেটিং, হতে পারে আর্টিকেল মার্কেটিং বা হতে পারে অন্য কোন কিছু
মোট কথা, আপনি একজন ভাল রাধুনি হলে কোন রান্নায় কোন মসল্লা দিতে হবে তা আপনার উপর নির্ভর করবে

একজন এসইও এক্সপার্ট এর আয় কেমন হবে

একজন এসইও এক্সপার্ট এর আয় কেমন হবে তা নির্ভর করে সম্পূর্ণ নির্ভর করবে আপনার নিজের উপর আপনি যদি সত্যিকার অর্থে এসইও এক্সপার্ট হন তাহলে আপনার কাজের অভাব হওয়ার কথা না
কিন্তু আপনি যদি বলেন, আমি একজন এসইও এক্সপার্ট, আমাকে কাজ দিন !!!
এটা হইল…, এসইও মানে যদি একটা কোম্পানির প্রচার, প্রসার সেল বাড়ানো হয়, তাহলে আপনি আপনার নিজের জন্য এসইও করছেন না কেন ???
সবার আগে তো আপনার নিজের এসইও করানো দরকার যাতে করে আপনি আপনার নিজের প্রচার, প্রসার আপনার সেল বাড়ান তাহলে আপনার কাজের অভাব হবে না ইনশাল্লাহ

ঠিক আছে

0 comments:

Post a Comment