সবাইকে স্বাগতম জানাচ্ছি “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এর তৃতীয় পর্বে। যারা এই কোর্সটি করছেন, তাদের মধ্যে আনেকই আমাকে প্রশ্ন করেছেন, আমি ফটোশপ, এইচটিএমএল(html) ও সিএসএস(css) সম্পর্কে কিছুই জানি না । তাহলে কি আমি ইমেইল মার্কেটিং কোর্সটি ভালভাবে শিখতে পারব ?
হ্যাঁ পারবেন। কারণ, এই কোর্সটির মাধ্যমে ফটোশপ, এইচটিএমএল(html) ও সিএসএস(css) এর বেসিক ব্যবহার থেকেই শুরু করে ইমেইল টেমপ্লেট তৈরির অ্যাডভান্স বিষয় পর্যন্ত হাতে কলমে শিখাতে চেষ্টা করব।
গত পর্বে যা যা ছিল
বেসিক ইমেইল মার্কেটিং ও এর প্রকারভেদ, ইমেইল মার্কেটিং এর কিছু গুরুত্বপূর্ণ টার্ম, ইমেইল মার্কেটিং এর বিভিন্ন নিয়মকানুন এবং এই সম্পর্কে পূর্ণাঙ্গ ভিডিও টিউটোরিয়াল ।