পিপিডি হচ্ছে ফাইল শেয়ারিং এর মাধ্যমে আয়ের উপায়। আপনি ফাইল বিভিন্ন আপলোড করে ফোরামগুলোতে শেয়ার করলে সেটা যত বেশীবার ডাউনলোড হবে, তত বেশী আয়। ব্যাপারটা নতুন কিছুনা। তবে বছর পাঁচেক আগের হটফাইল, ফাইলসনিক, ফাইলসার্ভ, র্যাপিডশেয়ার থেকে মাসে ১০০-২০০ ডলার আয়ের সেই যুগ নেই। আফসোস...ব্যাঙের ছাতার মত ভূয়া ফাইলহোস্ট এর প্রতারণার কারণে অনেককে হাল ছেড়ে দিতে দেখেছি। তাই আমার ৫০০ ডলারের বেশী আয়ের অভিজ্ঞতা (স্ক্রিনশট দ্রষ্টব্য) থেকে এই পোস্ট লেখা। আর নয় হতাশা কারণ আমি যদি পারি, আপনিও পারবেন! আসুন শুরু করা যাকঃ
