Monday, December 29, 2014

Best Market Place List

Top 50 Freelance Marketplaces Online
Most of the sites listed here are free to use in their most basic form both for freelancers and employers, however some of the sites have fees for at least one party and most of the sites have paid premium features.
Each site is listed with its specialties and main language when not English.

Search Engine

Top 50 search engiens
Note: * mark are best search engines 
• A9.com
• KellySearch.com
• AOL.com  *
• LookSmart.com
• AllTheWeb.com
• Lookup.com
• AltaVista.com  * (popular language translator)

World Best Blog Site

List of Top Free Blog websites:

People would like to create their own web blogs and write something on the web blog hosting sites. There are some top weblog hosts in the world like Blogger blogspot site, Wordpress website, Joomla site, Drupal site, Typepad website, ect. Blog websites can be classified to various kinds. They are free web blog hosting websites, non-profit weblog sites, blogging template websites, music weblog sites, funny web blog websites, photo hosting blog sites, fashion blogging websites, video hosting blogging websites, technology blog sites, business blog hosts, and so on.

Best Forum Site List

Do Follow Forum Posting site Lists

Why Forum Posting Important For Us ?
Hello every body! Today’s I would like to share the Forum posting importance and how we can get lots of targeted traffic within very short period. Actually forum posting is one of the best and effective techniques as it helps you to gain really guarantees great traffic to for your website, in the online marketing strategy. Actually Forum posting is an important search engine optimization tool as well Before I said forum posting is very effective method of getting quality traffic, increase page rank, good link building, visitor to your site or you can promote yourself and your products, service and to get huge new knowledge in different spheres as well.
My point of view you can get lots of benefit once the all link will be indexed on top listed search engine then you can expert your website will be show on the top position on the search engine result page. If you need any help then know to me how you can start a forum posting for your site or clients website. Mr. Faruque is providing the list of forum posting site where you can get the thousands of advantages.
On GOOGLE search you will get the site by searching Forum Posting Site Lists. We always provide the best Forum positing Site Lists which is help you to online marketing and high visibility on top listed search engine.

Best Article Site List

Free Article Submission Site list and Advantages


Actually article submission is a very quick process for link building method in top listed search engine. Here we providing lots of high page rank article submission website. We would like to suggest you to submit your article which is below. My suggestions are only submit your article on the high page rank sites always. One more things do not submit the same article in many sites. You must create unique article for each submission. If you submit your article in good page rank then you must get lots of traffic quickly as I have seen before. So try to submit good amount of article and it should be unique then you can expect the good result as well.

Top 35 High PR Free Article Submission Sites List 2014

Best Directory Submission Site

Top 100 Directory Submission List of 2014- High PR, Do-follow, Free Sites

Here are some High PR, Do-follow, Free directory submission sites of 2014 which are good.

Page Rank 8 Directory Submission Site List

Page Rank 7 Directory Submission Site List

Best Press Release Site

Free Top Press Release Submission List

Press Release submission is one knond of task for good amount of traffic within very short period. One thing remember content is the king. If you able to provide the unique content over press release submision site then you can expect good page rank for your website also. Press release able to circulate your website activities to your clients and people will come to visit and easily get the all information which he needs. Here are some of the main reasons press releases have become so important. Announcing a new product or service, Improving brand image, Images help drive interest, Instant world-wide distribution, Expanding public knowledge, Viral possibilities, Portability and convenience, Search engine optimization and many more.
why press release in important, free press release submission list

SEO TOOLS

Software-based Resources:
Web CEO Support: http://www.webceo.com/support/ 
Internet Business Promoter Ebook: http://www.ibusinesspromoter.com/optimize/seo-ebook.htm
Organic Link Building Revealed: http://www.link-assistant.com/seo-lesson-1-theme-relevancy.html
The Beginners' Guide to SEO: http://www.seomoz.org/beginners-guide-to-seo 

Sunday, December 14, 2014

জেনে নিন!!! আউটসোর্সিং কি?কোথায় কাজ করবেন? কিভাবে করবেন? কোন মার্কেটপ্লেসকে বেছে নিবেন???

টিউন করেছেন : 
ইদানিং বাংলাদেশে খুব বেশি মাতামাতি হচ্ছে আউটসোর্সিং নিয়ে। রাতারাতি বড়লোক হবার বাহারি ও
রকমারি বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করার পায়তারায় মত্ত আছে একটি শ্রেনী। অনলাইনে আয় করার এইসব
বাহারি বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে প্রতারিতও হচ্ছেন অনেকে। কেউ কেউ আবার এই ক্ষেত্রটিকে সদ্য সমালোচিত এমএলএম
ব্যাবসার সাথে গুলিয়ে ফেলছেন। বাস্তবে আসলে কি ?
image

হ্যাকিং শিখতে চাচ্ছেন?আসুন দেখুন কিভাবে শুরু করবেন

এই টিউন থেকে কারো ক্ষতি হলে আমি কিংবা টেকটিউনস কেউ দায়ী থাকবে না

সবাই কি ভাল আছেন?আমি ভাল।যাই হক টিউনের মুল বিষয়ে যাই।
হ্যাকিং!শব্দটা শুনলেই মনে হয় কে জানি আমার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলল।আজকাল সব জায়গায় দেখবেন "হ্যাকার" আভাইলেবেল।তারা হ্যাকার কিনা বললেই বিরাট ভাব নিবে।আর এ সম্পর্কে জিজ্ঞেস করলে কি হাউমাউ করে কথা বলবে কিচ্ছু বুঝবেন না।আবার বিশেষ এক ধরনের "হ্যাকার"দের পাবেন যাদের কাজ খালি বলে বেড়ানো,"আমি অমুকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছি।তমুক আমাকে তাঁর অ্যাকাউন্ট হ্যাক করতে বলছে।আর আমি করে দিছি।"আমি সিউর আপনি যদি কোন হ্যাকারের সঙ্গে দেখা করেন তবে বেশিরভাগই এ রকম বলবে।মোটামুটি সবার ধারনা এরকম যে ফেসবুক,ইমেইল এর পাসওয়ার্ড বের করাই হ্যাকিং।আপনিও তাই মনে করেন,ঠিক না?কিন্তু হ্যাকিং আসলে কি?
কারো অনুমতি ছাড়া কোন প্রোডাক্ট অবৈধভাবে ব্যবহার করাই হ্যাকিং।
কি শুনে অবাক হয়ে গেলেন 8-O তাই না?অবাক হওয়ার কিছু নাই।আসলে আমরা বাঙ্গালিরা কোন কিছুকে পেলে কিভাবে নিজের কাজে ব্যবহার করব তাঁর ঠিক নাই।তবে আপনি কি জানেন হ্যাকিং কেন শিখে?
হ্যাকিং এর আসল উদ্দেশ্য হল নিজেকে অন্য মানুষের কবলে পড়া হতে রক্ষা করা এবং নিজের নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়া।
পুরাই টাসকি খাইলেন নাকি?আরে আমিতো শুনছি হ্যাকিং শিখে মানুষ অন্যদের ক্ষতি করার জন্য।আপনি একই সাথে ঠিক এবং ভুল কথা বলেছেন।কেমনে ভাই?তাঁর আগে দেখেন হ্যাকারদের প্রকারভেদ

SEO টিপস এবং Do follow social boomakring site list

কি! চলছে কি রকম আপনাদের SEO প্রাকটিস ? পারবেন তো Google এর প্রথম পেইজ এ আসতে বা কত দিন টিকে থাকতে পারবেন কোন নিশ্চয়তা কি দিতে পারবেন SEO প্রাকটিস ছাড়া...
অহঃ হা যারা এখনো আপনাদের সাইটে Google প্লাস বাটন টি যুক্ত করেন নি তারা কিন্তু পরে পচতাইবেন...কারন টা এত তারাতারি বলতে চাই না....যারা সরাসরি Google থেকে ভিসিটর চান তারা প্লাস বাটন টিতে বেশি করে ক্লিক সংগ্রহ করুন আপনাদের ভিসিটরদের কাছে থেকে.....না হলে কিন্তু আবার পচতাইবেন

ফ্রিলেন্সিং দিয়ে আয় শুরু করুন; আমি গত মাসে পেলাম প্রায় ১৬০ ডলার; আপনিও ফ্রিলেন্সিংকে ক্যারিয়ার হিসেবে নিতে পারেন।

টিউন করেছেন : 
আপনার সপ্নের ভবিষ্যতকে সত্যি করতে পারে একমাত্র ফ্রিলেন্সিং। বাংলাদেশের হাজার হাজার মানুষ এখন ফ্রিলেন্সিং দিয়ে নিজেদের জীবনে নিয়ে এসেছে স্বচ্ছলতা। আমিও চাকুরীর পাশাপাশি ফ্রিলেন্সিং দিয়ে নিজের অনেক স্বাদ পূরণ করতে পারছি। আল্লাহ্ যদি সহায়ক হন ভবিষ্যতে এটাতেই পুরোপুরি যোগ দিব বলে ঠিক করেছি। আজকে আপনাদের সাথে আমার এই অভিজ্ঞতা ভাগ করতে যাচ্ছি। একজন ফ্রিলেন্সার হিসেবে আপনি যে কোন কাজই এখানে করতে পারবেন। প্রোগামিং, ওয়েব ডিজাইনিং/প্রোগামিং, ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক ডিজাইন, থ্রিডি এনিমিশন, অডিও/ভিডিও এ্যাডিটিং, ডাউনলোডিং, আর্টিকেল রাইটিং, এমএস ওয়ার্ড/এক্সেল/এক্সেস/পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রি বা সাধারণ কপি পেষ্ট বা দেখে দেখে কিছু লেখা ছাড়াও আরো অনেক কাজ থেকে আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দের কাজটি। আমাদের জেনে অবশ্যই ভাল লাগবে যে, আমাদের দেশ এখন ফ্রিলেন্সিং বা ডাটা আউটসোর্সিং-এ ৮ম স্থানে অবস্থান করছে। আসুন তাহলে দেখি কোথায়, কিভাবে কাজ শুরু করবেন। নীচে কাজ শুরু করা থেকে পেমেন্ট পাওয়া পর্যন্ত বিস্তারিত আলোচনা করা হলোঃ

যে কয়েকটি কারণে আপনি কখনই সফল ফ্রীলান্সার হতে পারবেন না!

টিউন করেছেন :  
বাংলাদেশের যুব সমাজকে বর্তমানে ফ্রীলান্স কি, কেন বা এই ধারার প্রশ্নগুলো তেমন কাউকে বুঝিয়ে বলতে হয় না বিশেষ করে যারা অনলাইন মুখী। কারণ গত কয়েক বছর ধরে আমাদের দেশে ফ্রীলান্সারদের যে আধিপত্য বিস্তার লাভ করেছে তা আমাদের সবারই জানাশুনার মধ্যেই। আবার কিছু কিছু ক্ষেত্রে রয়েছে ভিন্নতা। ভিন্নতা বলতে সেই বিষয়গুলো, যেগুলো বা যারা চোখের সামনে ভালো মন্দ গুলো দেখাও বিচার করতে পারে না আসলেই তাঁর কি করা উচিৎ।
প্রিয় পাঠক! আমার টিউনটির শিরোনাম দেখে অনেকেই ভাবছেন আমি হয়তো অন্যদেরকে অবমূল্যায়ন করছি। আমার পোস্ট টাইটেল সম্পর্কে যদি আপনার চিন্তা এমন হয়ে থাকে তাহলে বাকী লিখা গুলো আপনার জন্য নয়। আমি মূলত পোস্ট লিখছি তাদের জন্য যারা তাদের চোখের সামনে ভালো কিছু দেখেও সেগুলোকে নিজের করে নিতে পারে না। বা বুঝে উঠতে পারে না আসলেই কিভাবে তাঁরা নিজেকে একজন সফল ফ্রীলান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন।
কিছু কিছু বিষয় যা আপনি ফলো করতে পারলেই আপনার ফ্রীলাসার হওয়ার স্বপ্ন পূরণে অনেক সহায়তা করবে। দেখুন কারণ হিসেবে আমি এখানে যে বিষয়গুলোকে নেগিটিভলি উল্লেখ করবো সেগুলোকে আপনি বেশি কিছু না শুধু নিজের সাথে মিলিয়ে দেখেন এবং পারলে সেই বিষয়গুলোকে পজিটিভ করে নিন নিজের জন্য নিজের মত করে। তাহলে হয়তো আর পিছে ফিরে দেখতে হবে না। তো চলুন কারণ গুলো দেখে নেই যে কারণগুলোর কারণে আপনি কখনই একজন সফল ফ্রীলান্সার হতে পারবেন না-

১. অধ্যাবসায়হীনতাঃ


Freelancing শিখুন ইনকাম করুন প্রসঙ্গঃ- Link building করে আয় করুন

টিউন করেছেন :  
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভাল। আপনাদের ১ টা কাজ দেখাচ্ছি সেটা হচ্ছে লিংক বিল্ডিং । যেখানে আপনি লিংক বিল্ডিং এর কাজ সম্পর্কে ধারনা পাবেন এবং ভাল ইনকাম ও করতে পারবেন । তাছাড়া বিড এর কাজ তো আছেই। ও আরেকটা কথা বলে নিচ্ছি এই সাইট এ ভিবিন্ন  ধরনের  Professionals আছে । সুতরাং sinver , gold দেখে  এটাকে কেও মলম M.L.M  বলবেন না ।
সম্পুর্ন টা ভালভাবে পড়বেন না হলে কিছুই বুঝবেন না ।
Link building এর কাজ করে আপনি ৬০ দিনে $২৮৬ ডলার আয় করতে পারবেন কোন ধরনের ইনভেস্ট ছাড়াই

freelancing জগতের হাতছানি । Freelancer Meet Up ২০১১ । না আসলে মিস করবেন । সবার জন্য উন্মুক্ত ।

টিউন করেছেন :  
টেকটিউন এর অনেক ইউজার ফ্রীলান্সিং করার জন্য আগ্রহী । কিন্তু সঠিক দিক নির্দেশনা না পাবার কারনে অনেকেই অ্যাকাউন্ট খুলতেই পারেন নি । অনেকে অ্যাকাউন্ট খুলে ফেলে রেখেছেন কিন্তু কাজ কিভাবে পাওয়া যায় তা না জানারা কারনে কিছুই করতে পারেন নি ।
টেক টিউন এ দেখলাম অনেক সফল ফ্রীলান্সার কিভাবে কি করতে হবে এই বিষয়ে অনেক টিউন করেছেন । কিন্তু তারপরও অনেক টুকি টাকি বিষয়ে ফাক থেকে যায় । ফ্রীলান্সার রা ব্যস্ত মানুষ সবার প্রশ্নের উত্তর ও সব সময় ঠিক মত দিতে পারেন না । সব কিছু মিলিয়ে পেয়েও পেলাম না এই রকম অবস্থা ।
তবে সবার জন্য একটা  সুখবর আছে । সামনেই আসছে Freelancer Meetup 2011 । Freelancer.com এর 1 million project পুরন হবার উপলক্ষে সারা পৃথিবীর বিভিন্ন স্থান এ ফ্রীলান্সার রা পার্টি করছেন । বাংলাদেশ এর তরুন কিছু সফল ফ্রীলান্সার এগিয়ে এসেছেন সবাই কে তাদের কাজ সম্পর্কে বলার জন্য । এর মধ্যে আছেন আমাদের ঘুম চোর ভাই ( Mashiur Rahman ) , ডিজাইনার Justlogoz ( Nirjhor Srabon ) , আমাদের টিউনার Priamcse ( Priam Talukdar ) , Coder Rasel ( Mahbub Alom ) , Hillol gupta, Anwar hossain এবং Stamford University এর লেকচারার সহ আর অনেকেই । আসছে ২৭ শে মার্চ ১১ টা থেকে শুরু হবে অনুষ্ঠান টি । স্থান Stamford University এর সিদ্ধেশ্বরী শাখা এর অডিটোরিয়াম এ ।

Freelancing নিয়ে কিছু কথা…কিছু আবেদন…কিছু সতর্কতা …

টিউন করেছেন :  
বাংলাদেশ এ ২০০৮ এর শেষের দিক থেকে Freelancing এর দিকে মানুষ বেশি পরিমানে ঝুঁকতে থাকে।তার কারন হচ্ছে বেকারত্ব ,স্বাধীন ভাবে ঘরে বসে কাজ করার মানসিকতা,এই সেক্টর এ সঠিক ভাবে মেধার মূল্যায়ন পাওয়া ইত্যাদি।

ইন্টারনেটে আয়ের আগে সাতটি শর্ত, অতঃপর আয়!

টিউন করেছেন : 
ইন্টারনেট আবিস্কারের পর থেকে এখন পর্যন্ত প্রযুক্তিগত যত উন্নয়ন হয়েছে, হচ্ছে এবং সামনেও হবে শুধুমাত্র এর ভাল দিকটির ব্যবহারের কারণে। কারণ প্রতিটি আবিষ্কারের ভাল এবং মন্দ দুটি দিক আছে। সেই ভাল মন্দের ধারাবাহিকতা ইন্টারনেটও হাঁটছে! অন্যান্য দেশের সাথে আমাদের দেশেও ইন্টারনেট ব্যবহারের ব্যতিক্রম নয়। তবে লক্ষণীয় বিষয়, বিশেষ করে আমাদের দেশে গত কয়েক বছরে প্রায় ৩ গুনেরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে। এটাকে সাধুবাদ জানাতেই হবে। কারণ, প্রযুক্তি পণ্যের অপ্রতুলতার, ধীর গতি ও উচ্চ মূল্যের ইন্টারনেট এবং ইলেক্ট্রিসিটি এর বাঁধার মধ্যে থেকেই আমাদের দেশের তরুণরা নিজ চেষ্টায় এগিয়ে নিয়ে যাচ্ছে নিজেদের। এরপরেও আমরা সফল হচ্ছি। কিন্তু... !

ফ্রিলান্সিং-এ ইন্টেরিয়র ডিজাইন, বাংলাদেশে পেশা হিসেবে এর ভবিষ্যৎ এবং দেশ বিদেশের সেরা কিছু ইন্টেরিয়র ডিজাইনার কোম্পানি

টিউন করেছেন : 
সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের কাজের ক্ষেত্রও বাড়ছে। নিত্য নতুন এসব কর্মক্ষেত্রে নিজেদের যুক্ত করে অনেকেই সফলভাবে তাদের ক্যারিয়ার গড়ে তুলছেন। আমাদের দেশে তেমনি একটি কর্মক্ষেত্র হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন। প্রতিটি স্থানকে কাজে লাগিয়ে আসবাব, লাইট, গৃহসজ্জা সামগ্রীর যথাযথ ব্যবহারের মাধ্যমে বাড়ি, অফিস বা যেকোনো প্রতিষ্ঠানকে আরামদায়ক ও নান্দনিকভাবে উপস্থাপন করাই ইন্টেরিয়র ডিজাইনের প্রধান লক্ষ্য । আর যিনি এ কাজ দক্ষতার সাথে করে থাকেন তিনি ইন্টেরিয়র ডিজাইনার । আগে আমাদের দেশে স্থপতিরাই সাধারনত কোনো ভবন নির্মাণের পাশাপাশি তার ইন্টেরিয়র ডিজাইন করতেন। কিন্তু বর্তমানে আর্কিটেকচার ও ইন্টেরিয়র ডিজাইন পৃথকভাবে করা হচ্ছে ।

[১০০% নিশ্চয়তা] অনলাইনে আয় করুন PPD পে পার ডাউনলোড থেকে – আমার ৫০০ ডলারেরও বেশী আয়ের অভিজ্ঞতা থেকে!


টিউন করেছেন : 
পিপিডি হচ্ছে ফাইল শেয়ারিং এর মাধ্যমে আয়ের উপায়। আপনি ফাইল বিভিন্ন আপলোড করে ফোরামগুলোতে শেয়ার করলে সেটা যত বেশীবার ডাউনলোড হবে, তত বেশী আয়। ব্যাপারটা নতুন কিছুনা। তবে বছর পাঁচেক আগের হটফাইল, ফাইলসনিক, ফাইলসার্ভ, র‍্যাপিডশেয়ার থেকে মাসে ১০০-২০০ ডলার আয়ের সেই যুগ নেই। আফসোস...ব্যাঙের ছাতার মত ভূয়া ফাইলহোস্ট এর প্রতারণার কারণে অনেককে হাল ছেড়ে দিতে দেখেছি। তাই আমার ৫০০ ডলারের বেশী আয়ের অভিজ্ঞতা (স্ক্রিনশট দ্রষ্টব্য) থেকে এই পোস্ট লেখা। আর নয় হতাশা কারণ আমি যদি পারি, আপনিও পারবেন! আসুন শুরু করা যাকঃ
                              

নতুনদের জন্যঃ অনলাইন ডাটা এন্ট্রি কাজ করে আয় করতে চান, তাহলে প্রথমে কিভাবে কাজের প্রস্তুতি নেবেন

টিউন করেছেন :  
সাধারনভাবে বলা হয়ে থাকে ডাটা এন্ট্রি অনলাইনে করা কাজগুলির মধ্যে সবচেয়ে সহজ। দেখে দেখে টাইপ করতে পারলে একাজ করা যায়। কথাটা ঠিক। কিন্তু টাইপ করার কাজকে যত সহজ মনে করা হয় বাস্তবে ততটা সহজ না। অন্তত একাজ যদি আগে না করে থাকেন।
টাইপ করার জন্য কমপক্ষে মাইক্রোসফট ওয়ার্ড এর মত কোন সফটঅয়্যার ব্যবহারের জ্ঞান থাকা প্রয়োজন। সেইসাথে টাইপিং কাজে দক্ষতা। আপনাকে টাইপ করতে হবে নির্ভুলভাবে। সেইসাথে যত দ্রুত টাইপ করবেন তত বেশি আয় করা সম্ভব। পেশাদার ডাটা এন্ট্রির জন্য প্রস্তুতি নেয়ার জন্য যা করনীয় সেগুলি নীচে তুলে ধরলাম জেনে নিন।