এই টিউন থেকে কারো ক্ষতি হলে আমি কিংবা টেকটিউনস কেউ দায়ী থাকবে না
সবাই কি ভাল আছেন?আমি ভাল।যাই হক টিউনের মুল বিষয়ে যাই।
হ্যাকিং!শব্দটা শুনলেই মনে হয় কে জানি আমার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলল।আজকাল সব জায়গায় দেখবেন "হ্যাকার" আভাইলেবেল।তারা হ্যাকার কিনা বললেই বিরাট ভাব নিবে।আর এ সম্পর্কে জিজ্ঞেস করলে কি হাউমাউ করে কথা বলবে কিচ্ছু বুঝবেন না।আবার বিশেষ এক ধরনের "হ্যাকার"দের পাবেন যাদের কাজ খালি বলে বেড়ানো,"আমি অমুকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছি।তমুক আমাকে তাঁর অ্যাকাউন্ট হ্যাক করতে বলছে।আর আমি করে দিছি।"আমি সিউর আপনি যদি কোন হ্যাকারের সঙ্গে দেখা করেন তবে বেশিরভাগই এ রকম বলবে।মোটামুটি সবার ধারনা এরকম যে ফেসবুক,ইমেইল এর পাসওয়ার্ড বের করাই হ্যাকিং।আপনিও তাই মনে করেন,ঠিক না?কিন্তু হ্যাকিং আসলে কি?
কারো অনুমতি ছাড়া কোন প্রোডাক্ট অবৈধভাবে ব্যবহার করাই হ্যাকিং।
কি শুনে অবাক হয়ে গেলেন
তাই না?অবাক হওয়ার কিছু নাই।আসলে আমরা বাঙ্গালিরা কোন কিছুকে পেলে কিভাবে নিজের কাজে ব্যবহার করব তাঁর ঠিক নাই।তবে আপনি কি জানেন হ্যাকিং কেন শিখে?
হ্যাকিং এর আসল উদ্দেশ্য হল নিজেকে অন্য মানুষের কবলে পড়া হতে রক্ষা করা এবং নিজের নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়া।
পুরাই টাসকি খাইলেন নাকি?আরে আমিতো শুনছি হ্যাকিং শিখে মানুষ অন্যদের ক্ষতি করার জন্য।আপনি একই সাথে ঠিক এবং ভুল কথা বলেছেন।কেমনে ভাই?তাঁর আগে দেখেন হ্যাকারদের প্রকারভেদ